কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণই পৃথিবীর সেরা ভাষণ। ভাষণটি শুধু বাংলাদেশের একক সম্পদ নয়, এটি এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল।
বৃহস্পতিবার (৭ মার্চ) কুমিল্লার দেবিদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা তুলে ধরেন।
মো. আবুল কালাম আজাদ বলেন, ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের কী করণীয় তার দিক নির্দেশনা হয়ে বার বার মানব সভ্যতার মাঝে এই ভাষণটির আবেদন চির অম্লান হয়ে থাকবে। ১৯৭১ সালে বাঙ্গালী জাতিকে মুক্তির লক্ষে বঙ্গবন্ধু দেওয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতি হিসেবে আমরা গর্বিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এ সময় আরও বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা মৎস্যজীবী লীনের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনী প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৭ মার্চ ঐতিহাসক ভাষণ দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।